গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ। স্মারক নং-মমেক/ভর্তি/এমবিবিএস/২০১৭/১০৩৯৩ তারিখ- ১৪/১০/২০১৭ইং।
বিজ্ঞপ্তি
২০১৭-২০১৮ শিক্ষা বর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, তাহাদেকে নিম্নে উলেস্নখিত কাগজ পত্র সহ ১৭/১০/২০১৭ ইং তারিখ হইতে ১৯/১০/২০১৭ইং তারিখ সকাল ৯.০০ টা হইতে ১২.০০ ঘটিকার মধ্যে ছাত্র/ছাত্রীকে নিজে উপস্থিত হয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হইল।
১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র । ২. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূল কপি এবং ০২(দুই) সেট ফটোকপি। ৩. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের সনদপত্র / প্রশংসা পত্র এর মূল কপি এবং ০১(এক) সেট ফটোকপি। ৪. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/ পৌরসভার চেয়াম্যান/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। ৫. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি। ৬. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রর্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র ।
৭. মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনের স্বপক্ষে ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধীনে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদ বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠনের পর থেকে মাননীয় মন্ত্রী/ প্রতি-মন্ত্রী ও সচিব স্বাক্ষরিত সনদ। মুক্তিযোদ্ধাদের পুত্র- কন্যা এবং পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং ০৫.১৭০.০২২.০৭.০১.০১৪.২০১১-১৮১ তারিখ ০৯ মে ২০১১-এ জারিকৃত বিধি অনুসরন করা হবে।
উলেখ্য যে, অত্র প্রতিষ্ঠানের নির্ধারিত কমিটি কর্তৃক ভর্তি সংক্রানত্ম কাগজপত্র যাচাই-বাছাই করার পর স্বাস্থ্য পরীক্ষায় কমিটি কর্তৃক উপযুক্ত বলিয়া প্রমানীত হইলে ভর্তি ফি বাবদ ১২,০০০/- (বার হাজার) টাকা ব্যাংকে জমা দেওয়া সাপেক্ষে সাময়িকভাবে ভর্তি করা হইবে।
(স্বাক্ষরিত) (অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার হোসেন) অধ্যক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ। |
||||||||||
|
||||||||||
Copyright © Mymensingh Medical College, Mymensingh, Bangladesh. |