বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ময়মনসিংহ মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবদুল কাদের। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্বনামধন্য পরিচালক ব্রিগেডিয়ার জেনারেন মোঃ গোলাম ফেরদৌস, ময়মনসিংহ জেলা বিএমএ এর সভাপতি ডাঃ মোঃ মতিউর রহমান ভূঞা, সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা সহ স্বাচিপ ও বিএমএ ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ।
বালিশ খেলা
প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, হাড়ি ভাঙ্গা, দীর্ঘ লাফ, বালিশ খেলা, হাডুডু খেলা, যেমন খুশি তেমন সাজো সহ ৩৯টি ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী সহ প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়। ‘যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত মহিলাদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।
যেমন খুশি তেমন সাজো
ছাত্রাবাসের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।
হাডুডু খেলা
পুরস্কার বিতরণ
পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এভাবেই অন্যান্য বছরের ন্যায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সমাপ্ত হয় এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
|||
|
|||
Copyright © Mymensingh Medical College, Mymensingh, Bangladesh. |